আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি অসুস্থ রওশনকে নেয়া হচ্ছে ব্যাংকক

অসুস্থ রওশনকে নেয়া হচ্ছে ব্যাংকক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২১ , ৪:৩৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেয়া হচ্ছে। শুক্রবার রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগিব মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় রাহগির এরশাদ তার মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল চিকিৎসা নেবেন তিনি। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। রাজধানীর সিএমএইচে দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন রওশন এরশাদ।