আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অস্ট্রেলিয়ার হাতে ষষ্ঠ বিশ্বকাপ দেখছেন মাইক হাসি

অস্ট্রেলিয়ার হাতে ষষ্ঠ বিশ্বকাপ দেখছেন মাইক হাসি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২৩ , ৫:৩১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা দলটা ছিল সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের অধীনে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাইক হাসি। যিনি ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। হাসির মতে, এবার আরেকটি বিশ্বকাপ জিততে যাচ্ছে অস্ট্রেলিয়া। হাসি মনে করেন, ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জেতার মতো সকল খেলোয়াড়ই অজিদের রয়েছে। হাসি বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ার জন্য এবার দুর্দান্ত সুযোগ রয়েছে। কারণ দলে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় একসঙ্গে রয়েছে। কি করতে হবে সেটা তারা সকলেই ভালো করে জানে। তাদের জন্য দল ধারাবাহিকভাবে ভালো করছে।’

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় অজিদের জন্য বিশ্বকাপ জেতা বেশ কঠিনই হবে। তবে সেটা মানতে নারাজ হাসি। কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘অস্ট্রেলিয়া মার্চে ভারতের বিপক্ষে সিরিজে ভারতীয় কন্ডিশনে ভালো পারফর্ম করেছে। এটি তাদেরকে বিশ্বকাপে ভালো করার জন্য প্রচুর আত্মবিশ্বাস যোগাবে।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৮ অক্টোবর চেন্নাইতে মুখোমুখি হবে দুই দল। পরের ম্যাচে ১৩ অক্টোবর লক্ষ্ণৌতে দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে প্যাট কামিন্সের দল। ১৬ অক্টোবর একই ভেন্যুতে বাছাই পর্বে দ্বিতীয় হওয়া দলকে মোকাবেলা করবে তারা। এরপর ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অজিরা।

২৫ তারিখে বাছাইপর্বে প্রথম হওয়া দলের সঙ্গে লড়বে তারা। এরপর ২৮ অক্টোবর নিউজিল্যান্ড, ৪ নভেম্বর ইংল্যান্ড, ৭ নভেম্বর আফ্গানিস্তান এবং ১২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে তারা।