আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটক নিহত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটক নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২২ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :  অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পশ্চিমের কপিনস ক্রসিং রোডে রোববার দুই গাড়ির সংঘর্ষে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ৬১ বছর বয়সী বাংলাদেশি এক বৃদ্ধ, ৫৪ বছর বয়সী নারী এবং ২১ বছর বয়সী যুবক ঘটনাস্থলেই নিহত হন। এবিসি নিউজ জানিয়েছে, ক্যানবেরার পশ্চিমে হ্যাজেল হক অ্যাভিনিউয়ের ঠিক দক্ষিণে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে একটি লাল টয়োটা হ্যাচব্যাক এবং সাদা টয়োটা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় উভয় গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। এখনো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। পুলিশ জানায়, এখনই কিছু অনুমান করা যাচ্ছে না, তদন্ত চলছে। তবে সড়কে কম গতি মানুষের জন্য নিরাপদ।