আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষ ছয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষ ছয়ে বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২১ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : টানা দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর তাতে প্রথমবারের মতো শীর্ষ ছয়ে উঠে এসেছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ ছয় নম্বরে উঠায়, পেছনে চলে গেছে অস্ট্রেলিয়া! আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদে এক ধাপ এগিয়েছে মাহমুদউল্লাহর দল। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জেতার পর ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ সাতে উঠেছিল। দুইদিনের ব্যবধানে অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলেছে টাইগাররা। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর র‌্যাঙ্কিং পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়ের পরই র‌্যাঙ্কিংয়ে সেটা প্রভাব ফেলেছে। ২৩ ম্যাচে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে এখন বাংলাদেশ। এখন মাহমুদউল্লাহদের সামনে সুযোগ দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলার। বাংলাদেশের ওপরে থাকা দক্ষিণ আফ্রিকার ২৪৬ রেটিং পয়েন্ট। নিউজিল্যান্ড সিরিজে ছন্দ ধরে রাখলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে শীর্ষ পাঁচে উঠে যাবে বাংলাদেশ। কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলেই পাঁচে ওঠা নিশ্চিত। ৫-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪৮। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ ছয়ে উঠবে। তখন রেটিং পয়েন্ট হবে ২৪১।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে টি-টোয়েন্টির শক্তি দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪ রানের ব্যবধানে। সিরিজের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বিকাল ৪টায়।