অস্বচ্ছল অ্যাথলেটদের সহযোগিতা করতে তহবিল গঠন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২০ , ৭:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
স্পোর্টস ডেস্ক : দিনের পর দিন বেড়ে যাচ্ছে করোনাভাইরসারের প্রকোপ। বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু। সরকারের ঘরে থাকার নির্দেশে রাস্তাঘাট জনমানবশূন্য প্রায়। তবে ঘুম নেই অভাবী ও অস্বচ্ছল মানুষের চোখে। একবেলার খাদ্য সংগ্রহেই হিমশিম খাচ্ছেন তারা। এর বাইরে নয় ক্রীড়াঙ্গনের কিছু মানুষও। নিম্নবিত্ত ও গরীব ঘর থেকে উঠে আসা অনেক ক্রীড়াবিদের ইতোমধ্যে কস্টের জীবন শুরু হয়েছে। দুস্থ ও অস্বচ্ছল অ্যাথলেটদের সহযোগিতার জন্য বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন একটি ফান্ড গঠন করেছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু জানিয়েছেন, সভাপতি এ এস এম আলী কবীর একটি কমিটি গঠন করে দিয়েছেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহসভাপতি মো. ফারুকুল ইসলামকে আহবায়ক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুকে সদস্য সচিব করা হয়েছে এই কমিটির। কমিটির সদস্য সচিব এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু বলেছেন, ‘এই কমিটি কয়েকদিন ধরে দুস্থ ও অস্বচ্ছল মানুষকে সাহায্য করে আসছে। কমিটির প্রচারের জন্য একটি ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রপ খোলা হয়েছে। যার মাধ্যমে বিত্তবানদের কাছ থেকে সহায়তা নেয়া হচ্ছে। এই পেজ ও গ্রপের মাধ্যমে দেশের সাবেক অ্যাথলেটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’ যারা এই তহবিলে অর্থ দিতে আগ্রহী তাদের বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহসভাপতি মো. ফারুকুল ইসলাম (০১৭১১৫২৮২৭৯) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর (০১৭১৬২০৮৯২০) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।