অ্যাপল আনছে নমনীয় ডিসপ্লের স্মার্টওয়াচ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৩:২০ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
অনলাইন ডেস্ক: পৃথিবীর শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেশন নমনীয় ডিসপ্লের স্মার্টওয়াচ আনার পরিকল্পনা নিয়েছে। এজন্য প্রতিষ্ঠানটি প্যাটেন্ট সংগ্রহের জন্য আবেদন করেছে। অ্যাপল জানিয়েছে, তাদের এই ফেক্সিবল ডিসপ্লে পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যে ব্যবহৃত হবে। এগুলো ঘড়িও হতে পারে। আবার ব্রেসলেটও হতে পারে।
এই নমনীয় ডিসপ্লে তৈরি হবে সিলিকনের মূল উপাদান দিয়ে। এর পুরুত্ব হবে ৫০ মাইক্রোমিটার কিংবা তার চেয়েও কম। এই প্রযুক্তি অ্যাপলের ভবিষ্যত পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের ডিসপ্লে তৈরিতে ব্যবহৃত হবে।
অ্যাপল জানিয়েছে, ভবিষ্যতে এই ধরণের নমনীয় ডিসপ্লে ঘড়ির পাশাপাশি স্মার্টফোনেও ব্যবহৃত হবে।
অ্যাপলের নমনীয় ডিসপ্লের ঘড়ি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে প্যাটেন্ট পেলেই ফেক্সিবল ডিসপ্লে তৈরির পরিকল্পনা গ্রহণ করবে প্রতিষ্ঠানটি।