অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করলো ইকুয়েডর
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২১ , ১২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করেছে ইকুয়েডর। ২০১৮ সালে ইকুয়েডরের সাবেক সরকারের আমলে তিনি এ নাগরিকত্ব পেয়েছিলেন। বুধবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
বর্তমানে যুক্তরাজ্যের কারাগারে থাকা অ্যাসাঞ্জকে ইকুয়েডরের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে। ইকুয়েডরের কর্তৃপক্ষ বলছে, মূল আবেদনে বেশ কয়েক ধরনের সমস্যা রয়েছে; এর মধ্যে আছে নানা অসঙ্গতি, বিভিন্ন রকমের সই। এ ছাড়া ফিও পরিশোধ করা হয়নি বলে দাবি করা হয়েছে।