আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আ.লীগের যৌথসভায় প্রধানমন্ত্রী

আ.লীগের যৌথসভায় প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৪ , ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম বারের মতো আওয়ামী লীগের যৌথসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা এবং সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভার আয়োজন করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দীর্ঘদিন ধরে দলের কার্যনির্বাহী কমিটির সভাসহ মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। নির্বাচন শেষে প্রথম কার্যনির্বাহী সভা হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ে।