আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড আইএস জঙ্গিদের কুপোকাত করতে বলিউডের গান!

আইএস জঙ্গিদের কুপোকাত করতে বলিউডের গান!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


6অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি জঙ্গিদের দমনের জন্য অস্ত্র আর গোলাবারুদের ব্যবহার তো ঢের হল। এগুলোর পাশাপাশি এবার লিবিয়ার ইসলামিক স্টেট (আই এস) জঙ্গিদের শায়েস্তা করতে ব্রিটিশ সেনারা এবার খুঁজে পেয়েছে এক অভিনব অস্ত্র। নতুন সেই অস্ত্র হচ্ছে বলিউড ছবির কুরুচিপূর্ণ হিন্দি গান!‌

ইসলামে‌ গানবাজনা শোনা নিষিদ্ধ। তাই ধর্মভীরু মুসলিমরা এ থেকে দুরে থাকেন। আর কট্টরপন্থি হলে তো কথাই নেই! তাই জঙ্গি অধ্যুষিত এলাকায় বলিউডের গান বাজিয়ে তাদের মানসিকভাবে অস্থির করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সেনারা। তাদের মাথায় এই বুদ্ধিটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন পাক বংশোদ্ভূত এক ব্রিটিশ সেনা কর্মকর্তা।

লিবিয়ার মাটিতে আই এসের সঙ্গে লড়ছে যুক্তরাজ্যের ‘‌স্পেশ্যাল অপারেশনস কমান্ড’‌ বাহিনীর সেনারা। পাশাপাশি লিবিয়ার সেনাকে উন্নত অস্ত্রের প্রশিক্ষণও দিচ্ছে তারা। লিবীয় সেনাদের সঙ্গে মিলে তারা সেখানে লড়াই করছে আই এসের জিহাদিদের বিরুদ্ধে। এই যৌথ বাহিনীর মূল লক্ষ্য, সিরতে শহর থেকে আই এস জঙ্গিদের ১৮৫ কিলোমিটার দূরের সমুদ্র সৈকতের দিকে হটিয়ে দেওয়া।

ব্রিটিশ সামরিক কর্মকর্তারা মনে করছেন, সারাক্ষণ বলিউডের গান শুনতে শুনতে তিতি বিরক্ত হয়ে ধর্মীয় সংস্কারের বশে আস্তে আস্তে নিজেদের ঘাঁটি ছাড়তে বাধ্য হবে জঙ্গিরা। তবে কোনো কোনো সামরিক বিশেষজ্ঞ এ নিয়ে মুখ বাঁকিয়ে বলেছেন, ‘হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল!’