আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘আইপিএল খেললে জাতীয় দলে সুযোগ নেই’

‘আইপিএল খেললে জাতীয় দলে সুযোগ নেই’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২১ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা অর্থের মোহে দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেয় তাদের জাতীয় দলে রাখার কোনো প্রয়োজন নেই। আইপিএলে রাজস্থান রয়্যালসের মেন্টরের দায়িত্ব পালন করা শেন ওয়ার্ন এক সাক্ষাৎকারে বলেন, আমি ক্রিকেটারদের অতিরিক্ত অর্থ উপার্জনের বিপক্ষে নই। ক্রিকেটাররা টাকা আয় করলে আমি বরং খুশি হই। তবে যদি তারা দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকে বেশি গুরুত্ব দেয় তাহলে আমি মনে করি তাদের জাতীয় দলে রাখার প্রয়োজন নেই। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার এক উইকেট শিকার করা শেন ওয়ার্ন আরও বলেন, কোনো ক্রিকেটারকে ৩ বিলিয়ন অর্থের প্রস্তাব দেয়া হলে তা ছেড়ে দেওয়া খুবই মুশকিল। তবে তুমি যদি নিজেকে ক্রিকেটার হিসেবে আলাদা উচ্চতায় দেখতে চাও তাহলে তোমাকে দেশের জার্সিতে বিশ্বের সেরাদের বিরুদ্ধে পারফরম্যান্স করতে হবে।