আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মহারাজ

আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মহারাজ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২২ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। স্বদেশি সাইমন হারমার এবং ওমানের যতীন্দার সিংকে পেছনে ফেলে আইসিসির এ পুরস্কার জিতেছেন তিনি। ডারবানে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে একাই সাত উইকেট নিয়েছিলেন তিনি। মোট কথা এপ্রিল মাসটা দুর্দান্ত কেটেছিল মহারাজের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৩ রানে অলআউট হয়। এমনকি পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচেও ৭৪ রান করে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এ স্পিনার। দুই টেস্টে শিকার করেছিলেন ১৬টি উইকেট। এসবের পুরস্কার হিসেবেই আইসিসির ‘মাসসেরা’ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মহারাজ। অন্যদিকে, নারীদের ক্রিকেটে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। গেল মাসে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার।