আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আকবর আলী যা বললেন…

আকবর আলী যা বললেন…


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২০ , ৫:২০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। যেখানে মাঠের ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কথা। সেখানে ঘরে বসে সময় কাটাতে হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীকে। করোনাভাইরাসের প্রকোপে পুরো ক্রীড়াঙ্গনই এখন স্থবির। ‘ঘরবন্দি’ এই সময়টা আকবরের কাছে কষ্টদায়ক, বিরক্তিরও। তার পরেও জীবন বাঁচাতে ঘরে বন্দি থাকছেন। অপেক্ষায় আছেন সুদিনের। বৈশ্বিক কোন টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। যার নেতৃত্বে ছিলেন আকবর আলী। দেশকে প্রথম শিরোপা এনে দেওয়ায় ভক্তদের কাছে তিনি ‘আকবর দ্য গ্রেট’! বিশ্বকাপ থেকে ফিরে সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে প্রথম রাউন্ডও খেলেছেন। কিন্তু এই রাউন্ড শেষ হতেই করোনাভাইরাসের থাবায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে লিগ। তাই বাধ্য হয়ে চলে গেছেন জন্মস্থান রংপুরে। সেখানে ঘরবন্দি দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার বিকালে মুঠোফোনে আকবর আলীর সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। করোনার দিনগুলিতে জীবন-যাপনসহ ক্রিকেট নিয়ে বর্তমান ভাবনা উঠে এলো তার আলাপচারিতায়। অন্য সব ক্রিকেটারের মতো অন্দর মহলেই নিজেকে গুটিয়ে রেখেছেন আকবর। এই সময়টা কীভাবে কাটাচ্ছেন? এমন প্রশ্নে তার উত্তর, ‘কীভাবে আর কাটবে। সারাদিন আমার হাতে অফুরন্ত সময়। একটু মুভি দেখি, কার্ড-ক্যারাম-দাবা খেলেই দিন চলে যাচ্ছে। এছাড়া ফিটনেস নিয়েও টুকটাক কাজ করছি।’ এভাবে দিনের পর দিন ক্রিকেটের বাইরে থাকাকে বেশ কঠিন মনে করছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক, ‘ক্রিকেটের বাইরে থাকাটা ভীষণ কঠিন। বিরক্তিকর লাগে। সারাদিন বাসায় থাকাটা খুব কঠিন। ভীষণ হতাশাজনক এটা। জানি না কবে মাঠে ফিরতে পারবো, কবে সব ঠিক হয়ে যাবে। সবমিলিয়ে খুব বিরক্তিকর সময় কাটাচ্ছি। বিশ্বকাপ জেতা পুরো দলটির দিকে নজর ছিল ক্রীড়াপ্রেমীদের। কিন্তু প্রিমিয়ার লিগ শুরু হতে না হতেই তা বন্ধ হয়ে গেলো। তাতে রোমাঞ্চিত ক্রিকেটারদের গ্রাস করেছে একরাশ হতাশা, ‘বিশ্বকাপ খেলে আসার পর প্রিমিয়ার লিগ নিয়ে আমরা সবাই খুব রোমাঞ্চিত ছিলাম। কিন্তু সব কিছুই নষ্ট করে দিলো করোনাভাইরাস। এখন খেলার চেয়ে মহামারি এই ভাইরাস থেকে বাঁচার চেষ্টা করতে হবে আগে। জানি না কবে আবার ক্রিকেট মাঠে ফিরতে পারবো। কবে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। বুধবার বিসিবি ক্রিকেটারদের দশটি নির্দেশনা দিয়েছে। যাতে এই সময়ে তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। সেইসব অবশ্য আগে থেকেই মেনে চলছিলেন আকবর, বিসিবির নির্দেশনা পাওয়ার আগেও আমাদের কোচরা আমাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। কীভাবে নিজেদের ফিট রাখা যাবে। কীভাবে মানসিকভাবে সুস্থ থাকা যাবে। এগুলোর ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। সেভাবে আমি কাজ করছি। আশা করি, যখন খেলা শুরু হবে ফিটনেস নিয়ে কোন সমস্যা থাকবে না। অবশ্য ঘরে গৃহবন্দি থাকলেও তা যে জীবন রক্ষাকারী, সেটি নিজেও মানেন আকবর। তাই সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছেন তিনি, ‘বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ আমাদের মেনে চলতে হবে, ধৈর্য্য ধরতে হবে। সতর্ক হতে হবে সবাইকে। রংপুরে আমাদের এখানে অনেকেই সতর্ক নন। দিনে ঘরে থাকলেও, রাতে তারা বাইরে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন। আগামী কয়েকটা দিন এগুলো বাদ দিতে হবে। তাহলেই হয়তো আমাদের দেশ করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পাবে।