আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আকবরের অবস্থা সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন স্ত্রী

আকবরের অবস্থা সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন স্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২২ , ৫:৩২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তার স্ত্রী কানিজ ফাতেমা রোববার (৬ নভেম্বর) দুপুরে মুঠোফোনে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শনিবার দুপুরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে এলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা এখনক্রিটিক্যাল। হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ’

অনেক দিন ধরেই চলছে তার চিকিৎসা। তার দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর।