আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আগামী সপ্তাহে’ মা হচ্ছেন কোয়েল

আগামী সপ্তাহে’ মা হচ্ছেন কোয়েল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২০ , ৪:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : নিজের মুখে কিছুই জানাননি কোয়েল। মল্লিক বাড়ি বা রানে পরিবারও ঘোষণা করেননি এমন কথা। তবে টলিপাড়ার গুঞ্জন, এপ্রিলের এক্কেবারে শেষ বা মে মাসের প্রথম সপ্তাহে লকডাউনের মধ্যেই সম্ভবত সন্তানের মা হতে চলেছেন কোয়েল মল্লিক। এপ্রিল কোয়েলেরও জন্মমাস। ২৮ এপ্রিল কোয়েলের জন্মদিন ছিল। তাই অনেকেই আশা করেছিলেন, হয়তো মেয়ে আর মায়ের জন্মমাস একই হবে। যদিও এখনও আশা যায়নি। মাসের শেষেও সন্তান কোলে আসতে পারে অভিনেত্রীর, এমনটাই নাকি খবর। সামাজিক মাধ্যমে আনন্দের খবর জানানোর পাশাপাশি সবার আশীর্বাদ চেয়েছিলেন কোয়েল। পোস্টে লিখেছিলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আসছে। যতটা খুশি ততটাই টেনশন হচ্ছে। সবার আশীর্বাদ, শুভেচ্ছা তাকে এগিয়ে নিয়ে যাবে আগামীর দিকে। একই সঙ্গে বলেছিলেন রানে দম্পতি, ছেলে না মেয়ে হবে! এই চিন্তা ভুলে তাদের একটাই চাওয়া, যেন সুস্থ সন্তানের মা-বাবা হতে পারেন তারা। বর্তমানে শ্বশুরবাড়িতে স্বামী নিসপাল সিং রানের কাছেই আছেন কোয়েল। তবে মা-বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও ভুলছেন না তাদের আদরের একমাত্র মেয়ে। ২০১৩-সালে হিন্দু এবং পাঞ্জাবি মতে বিয়ে হয় নিসপাল সিং রানে-কোয়েল মল্লিকের। বহুবার বিয়ে ভাঙা, সন্তান সম্ভাবনার কথা শোনা গেছে অভিনেত্রীর। সেসব কথা একসময় গুঞ্জন হয়েই মিলিয়ে গেছে। কোয়েলের জন্মদিনে টুইট করে তাকে শুভেচ্ছা জানান টলিউড ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। জন্মদিনের শুভকামনা জানানোর পাশাপাশি মা হওয়ার আগাম শুভেচ্ছাও জানান ঋতু।