আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আগে হানিমুন পরে শুটিং

আগে হানিমুন পরে শুটিং


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:৪১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


5855555কাগজ বিনোদন প্রতিবেদক: বিয়ের সপ্তাহ খানিক পর নতুন একটি চলচ্চিত্রের শুটিং-এ অংশ নেয়ার কথা থাকলেও মাহির বিয়ের কারণে তা বাতিল করা হয়।

‘হারজিৎ’ নামের নতুন ছবির পরিচালক বদিউল আলম খোকন ভেবেছিলেন সবে মাত্র মেয়েটা (মাহি) বিয়ে করলো, কয়েকটা দিন যাক তারপর শুটিং। মাহিও তেমনই আভাস দিয়েছিলেন। বলেছিলেন, আসছে জুলাইয়ে শ্বশুর বাড়ি সিলেটে যাবেন, তখন সেখানেই হানিমুনটা সেরে নিবেন। তার আগে নতুন ছবির কাজ শুরু করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হচ্ছে না। কারণ হানিমুন নিয়ে মাহি তার নতুন পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। সে হিসেবে আগে হানিমুন পরে শুটিং হবে।

ঈদের পর মাহি তার স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন হানিমুনে। তাও আবার দুই মাসের জন্য। সেখানে নিরিবিলিতে দু’জনে একান্তে কয়েকটা দিন কাটাবেন। মাহি বলেন, ‘বিয়ের পর প্রথমেই ভেবেছিলাম সিলেট যেহেতু আমার শশুর বাড়ি, তাই সেখানেই হানিমুনটা সেরে নিবো। কিন্তু যুক্তরাষ্ট্র যেহেতু আমার খুব পছন্দের একটি দেশ। তাই সেখানেই হানিমুনটা করার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে হঠাৎ বিয়ে, তারপর হানিমুন নিয়ে নায়িকার ব্যস্ততায় বেকায়দায় পড়েছেন নির্মাতা বদিউল আলম খোকন।