আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ আগৈলঝাড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগৈলঝাড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


44বরিশাল: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অর্পিতা হালদার (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুন) দুপুর ১২টার দিকে ঘরের আড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অর্পিতা উপজেলার মোল্লাপাড়া গ্রামের প্রফুল্ল হালদারের মেয়ে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, অর্পিতা দীর্ঘদিন ধরে শারীরিক জটিল রোগে ভুগছিলেন। এ কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।