আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আজ থেকে ৪ ভেন্যুতে ক্রিকেটারদের অনুশীলন

আজ থেকে ৪ ভেন্যুতে ক্রিকেটারদের অনুশীলন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২০ , ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : অনুশীলনের জন্য ক্রিকেটারদের এখনও নিরুৎসাহিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলেই দলগতভাবে অনুশীলন করানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। কিন্তু কয়েকজন ক্রিকেটার আগে থেকেই অনুশীলনের জন্য বিসিবিকে বলছে। অনুশীলনের মাঠগুলো প্রস্তুতই আছে। এবার মাঠে নেমে পড়ছেন কয়েকজন ক্রিকেটার।

মুশফিকুর রহিম এক সপ্তাহ আগে থেকেই বাক্তিগত উদ্যোগে অনুশীলন করছেন। আজ থেকে ঢাকা এবং ঢাকার বাইরের কয়েকটি ভেন্যু অনুশীলনের জন্য উন্মুক্ত করে দিচ্ছে বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে নাম নিবন্ধন করা ক্রিকেটাররাই শুধু এ সুযোগ পাবেন।

শনিবার পর্যন্ত অনুশীলনে আগ্রহী ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত করেছে বিসিবি। এ তালিকায় থাকা ক্রিকেটাররা পরবর্তীতে ঈদের আগে ফিটনেস ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন।