আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আজ প্রধান বিচারপতির ইফতার

আজ প্রধান বিচারপতির ইফতার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ২:০৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Highcorutকাগজ অনলাইন প্রতিবেদক:  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ শনিবার সুপ্রিমকোর্টে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠেয় এ ইফতার ও দোয়া মাহফিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, বিশিষ্ট আইনজীবীগণ, সুপ্রিমকোর্ট বার ও বাংলাদেশ বার কাউন্সিল নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। গতবছর থেকে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টে ইফতার মাহফিলের আয়োজন করছেন।