আজকের দিন তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধে নিহত ২৩, আহত শতাধিক

আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধে নিহত ২৩, আহত শতাধিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২০ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : গোটা বিশ্ব যখন লড়াই করছে প্রাণঘাতী রোনাভাইরাসের বিরুদ্ধে, তখন যুদ্ধে জড়িয়ে পড়ল আর্মেনিয়া ও আজারবাইজান।
ভয়াবহ এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও শতাধিক। রবিবার এই যুদ্ধ শুরু হয়। খবর আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল ও বিবিসির।
জানা গেছে, এই যুদ্ধে ১৬ জন আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। দু’পক্ষেই হতাহত হওয়ার খবর এসেছে।এছাড়াও আর্মেনিয়ান এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। আজেরবাইজানে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলেও খবরে জানা গেছে।
দুটি দেশই এক সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। অবলুপ্ত সেই সোভিয়েতের আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ বাঁধল বিতর্কিত অংশ নাগোরনো-কারাবাখ এলাকা নিয়ে। বিবিসি জানায়, প্রতিপক্ষ আর্মেনিয়ার হামলায় আজারবাইজানের কয়েকটি হেলিকপ্টার ও ট্যাংক বিধ্বস্ত হয়েছে।
এদিকে সংঘর্ষ শুরু হতেই বিবৃতি দেয় রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়, উভয় দেশকে অবিলম্বে যুদ্ধবিরতি করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে হবে। তবে এই আহ্বানে তেমন কর্ণপাত করেনি আর্মেনিয়া ও আজারবাইজানের সরকার।