আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আন্তর্জাতিক আদালতে ‘গণহত্যা’র অভিযোগের মুখোমুখি ইসরায়েল

আন্তর্জাতিক আদালতে ‘গণহত্যা’র অভিযোগের মুখোমুখি ইসরায়েল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২৪ , ৪:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   গাজায় অবিলম্বে সামরিক অভিযান স্থগিত করতে বাধ্য করায় দক্ষিণ আফ্রিকার একটি জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে ইসরায়েলেকে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মুখোমুখি করা হবে। দেশটির প্রেসিডেন্টকে ‘নৃশংস’ ও ‘বিদ্বেষমূলক’ অভিহিত করে বরখাস্তের অভিযোগও করা হয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়ে আসছে। উভয় দেশের দখলদার কর্মকর্তারা হেগের শান্তি প্রাসাদে গ্রেট হল অফ জাস্টিসে বিচারের মুখোমুখি হবেন। খবর এএফপি’র।

গণহত্যার দায়ে ইসরায়েলকে সুনির্দিষ্ট দায়িত্বহীনতার অভিযুক্ত করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা গাজায় যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে হামাসের হামলার নিন্দা জানিয়েছে।