আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগান-কিউইদের না বলল অস্ট্রেলিয়া

আফগান-কিউইদের না বলল অস্ট্রেলিয়া


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২০ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে হোম টেস্ট স্থগিত করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সঙ্গে বাতিল করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।
ম্যাচগুলো এই উইন্টারেই হওয়ার কথা ছিল। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে ম্যাচগুলো এখন হবে ২০২১-২২ মৌসুমে।
যদিও চলতি শীতেই ভারতের বিপক্ষে হোম টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সঙ্গে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে তারা।
তবে ক্রিকেটের জন্য সুখবর আছে আরও। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে স্বাগত জানাতে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি) অনুমতি দিয়েছে দেশটির সরকার। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই কিউইদের এই হোম সিরিজের সূচি জানা যাবে।