আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগানদের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

আফগানদের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৭, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শুরুতেই মূল কাজটা সেরে ফেলেছিলেন টাইগার বোলাররা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত চাপ সামলে দলকে নিয়ে যান লক্ষ্যের খুব কাছাকাছি।
গুরুত্বপূর্ণ মুহূর্তে ১২৯ বলে ৯৭ রানের কার্যকর পার্টনারশিপ গড়েন মিরাজ ও শান্ত। ৭৩ বলে ৫৭ রান করে নবীন-উল-হকের শিকার হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন শান্ত। অধিনায়ক সাকিব ১৪ রানে সাজঘরে ফেরেন। তবে ৫৯ রানে অপরাজিত ছিলেন শান্ত।
এর আগে রান আউটের শিকার হয়ে ওপেনার তানজিদ হাসান ফেরেন মাত্র ৫ রানে। লিটন কুমার দাসও তার ইনিংস লম্বা করতে পারেননি। ফজলহক ফারুকির শিকার হয়ে ১৩ রানে সাজঘরে ফিরেছেন লিটন।
এর আগে আফগান শিবিরে ধস নামান সাকিব ও মিরাজ। টাইগারদের হয়ে দু’জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। পেসার শরিফুলও ঝুলিতে পুরেছেন আফগানদের দুই উইকেট।