আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগানিস্তান সিরিজে সহ-অধিনায়ক লিটন দাস

আফগানিস্তান সিরিজে সহ-অধিনায়ক লিটন দাস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৩ , ৬:৫২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক :  সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন সহ-অধিনায়ক কে হচ্ছেন তিনি জানেন না। এটি সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এখতিয়ার। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিমের ডেপুটি চূড়ান্ত করেছে ক্রিকেট বোর্ড।  আজ বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন লিটন দাস। রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।  বুধবার দুপুরে মুঠোফোনে তিনি বলেন, ‘আমরা এই সিরিজের জন্য লিটনকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছি। শুধু এই সিরিজে সে সহ-অধিনায়ক থাকবে। পরবর্তীতে বাকিটা দেখা যাবে।’

এর আগে লিটন গত বছর নেতৃত্বও দিয়েছিলেন তামিম না থাকায়। ভারতের বিপক্ষে সেই সিরিজে বাংলাদেশ জয় পায় ২-১ ব্যবধানে। এবার আনুষ্ঠানিকভাবে পেলেন সহ-অধিনায়কের দায়িত্ব। চোটের কারণে তামিম যদি সিরিজের বাকি ম্যাচ খেলতে না পারেন তাহলে এই সিরিজেও তাকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে।

২০১৫ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৭০ ম্যাচ খেলেন লিটন। ৩৩.৬৬ গড়ে ২১২১ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। সেঞ্চুরি ৯টি এবং হাফ সেঞ্চুরিও ৯টি।