আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগানিস্তানে নারী ক্রিকেটে সবুজ সংকেত

আফগানিস্তানে নারী ক্রিকেটে সবুজ সংকেত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২১ , ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : নারীদের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গির উলটো কথা বলে চমকে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি। শুক্রবার অস্ট্রেলীয় একটি গণমাধ্যমে তিনি বলেছেন, এখনো আফগান নারীদের ক্রিকেট খেলার সম্ভাবনা রয়েছে। এএফপি।
ফজলি জানান, এ প্রস্তুতির জন্য গভর্নিং বডি শিগগিরই একটি রূপরেখা তৈরি করবে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।’ তিনি জানান, নারী ক্রিকেট দলের ২৫ জন সদস্য আফগানিস্তানে রয়ে গেছে এবং তারা আফগানিস্তান থেকে না-পালানোর সিদ্ধান্ত নিয়েছে।’