আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২০ , ৬:১২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বাণিজ্যের সুবিধার্থে আফগানিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত খুলে দেবে বলে জানিয়েছে পাকিস্তান। সোমবার থেকে উত্তর ওয়াজিরিস্তান জেলার ঘুলাম খান সীমান্ত দিয়ে ফল, সবজি ও অন্যান্য পণ্য ট্রাকে করে পরিবহন শুরু হবে। পাকিস্তান এরই মধ্যে ইরানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে। এ খবর দিয়েছে সাউথ এশিয়ান মনিটর।

খবরে বলা হয়, রোববার পাকিস্তানে আরো ১১৯ কোভিড-১৯ রোগী মারা গেছেন। নতুন শনাক্ত হয় ৪,৯৫১ জন। এতে দেশটিতে করোনা রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬,৬১৭ জনে। এদের মধ্যে মারা গেছে ৩,৫০১ জন। গত মার্চ থেকে পাকিস্তানের ২২ কোটি মানুষ লকডাউনে ছিলো। কিন্তু গত মাসে সরকার লকডাউন শিথিল করে। সংক্রমণ বাড়ার পরও দেশের অর্থনীতি বাঁচাতে লকডাউন শিথিল করা হয় বলে সরকার জানায়।