আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া?

আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২২ , ৪:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : সম্প্রতি স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনকে। দেখে মনে হচ্ছে, ঢিলেঢালা পোশাকে যেন কিছু আড়াল করার চেষ্টা। এমন একটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ‘অভিষেক-ঘরনি’-র এমন ছবি নিয়ে বলিউডে চর্চা এখন তুঙ্গে।

বচ্চন পরিবারের বৌ আবার মা হতে চলেছেন, এই খবরে বলিউডে ঝড় বইবে না, তা তো হতে পারে না। এমনিতেই নায়িকাদের মা হওয়ার খবরে বলিউড উত্তাল। সেই জোয়ারে কি গা ভাসালেন রাই সুন্দরীও? ‘বি-টাউন’-এর নতুন কৌতূহল।

কয়েকদিন আগেই আলিয়ার মা হওয়ার খবরে উৎসবে মাতে বলিউড, তারপরই কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার খবর রটে। যদিও ‘নবাব-ঘরনি’ জানিয়েছেন, পুরোটাই রটনা। তার মধ্যেই ঐশ্বরিয়ার আবার মা হওয়ার খবরে নতুন মশলা বলিউডের হাতে।

২০০৭ এ বিয়ে হয় অভিষেক-ঐশ্বরিয়ার। ২০১১-তে জন্ম হয় আরাধ্যার। তারপর দশ বছর কেটে গিয়েছে বচ্চন পরিবারে নতুন অতিথি আসার খবর আসেনি। এ বার কী সেই সুখবর আসছে? অপেক্ষায় বলিউড।