আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আবুধাবি থেকে ফিরলেন ১৫২ বাংলাদেশি

আবুধাবি থেকে ফিরলেন ১৫২ বাংলাদেশি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২০ , ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :   বৈশ্বিক মহামারী করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকে পড়া আরও ১৫২ জন বাংলাদেশিকে দেশে আনা হয়েছে। বুধবার আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ২টায় যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস বাংলার বিশেষ বিমান। বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে বিমানটি।

আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবিতে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।