আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ‘আমাদের চলে যেতে হলেও পুঁজিবাজারে গভর্নেন্স প্রতিষ্ঠা করবো’

‘আমাদের চলে যেতে হলেও পুঁজিবাজারে গভর্নেন্স প্রতিষ্ঠা করবো’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২০ , ২:০৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : কেউ আমাদের উপর অসস্তুষ্ট হয়েছে, কেউ মনে করছে আমাদের চলে যেতে হবে। আমরা চলে গেলে চলে যাবো, কিন্তু পুঁজিবাজারে গভর্নেন্স প্রতিষ্ঠা করবোই বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আজ রোববার (১১ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২০-এর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, গভর্নেন্স মানে একজন বিনিয়োগকারীদের অর্থের নিরাপাত্তা ও সুন্দর পরিবেশ উপহার দেওয়া। তার রিটার্ন দেওয়া, এটি করবো। এজন্য একটি গতিশীল (সেকেন্ডারি ও প্রাইমারি) পুঁজিবাজার করতে চাই। সংগঠনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান। অনুষ্ঠানে ব্রোকার হাউজের সেবা ও বিনিয়োগকারীর অধিকার বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও।