আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আমি নারী, লড়াই করতে পারি: প্রিয়াঙ্কা

আমি নারী, লড়াই করতে পারি: প্রিয়াঙ্কা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২১ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। দেশটির স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া দল কংগ্রেস অনেকটাই ঝিমিয়ে। সর্বশেষ লোকসভা নির্বাচনে একশ’ আসনও পায়নি তারা। কংগ্রেসের এ অবস্থার পরিবর্তন ঘটাতে চান দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। নেহরু-গান্ধী পরিবারের প্রতিনিধি প্রিয়াঙ্কা মূলত কংগ্রেসের পুনর্জাগরণ চান। সেটা তিনি কিভাবে করবেন? এ ক্ষেত্রে নারী ভোটারদের দিকে বিশেষ চোখ রাখছেন তিনি।

সম্প্রতি একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। তখন কংগ্রেস পার্টির এক র‌্যালিতে তিনি স্লোগান তোলেন, ‘আমি নারী, আমি লড়াই করতে পারি।’ এ স্লোগান তোলার জন্য অন্যদেরও বলেন তিনি। কংগ্রেস পার্টি মনে করে উত্থানের শুরুটা হবে উত্তর প্রদেশ থেকে। এটি ভারতের সবচেয়ে জনবহুল প্রদেশ। মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর লোকসভা আসনও উত্তরপ্রদেশে। এ কারণে প্রিয়াঙ্কার লক্ষ্য উত্তর প্রদেশ।

নতুন এ স্লোগানটিকে উত্তর প্রদেশের কোণে কোণে পৌঁছে দিতে চান প্রিয়াঙ্কা। আগামী বছরই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে নারী ভোটারদের কংগ্রেসের দিকে টেনে আনার দিকেই দৃষ্টি রাখছেন তিনি।