আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আমি যা করি জনগণের জন্য করি, তাদের কল্যাণেই করি : শেখ হাসিনা

আমি যা করি জনগণের জন্য করি, তাদের কল্যাণেই করি : শেখ হাসিনা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৩ , ৩:১৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি এলাকা দেখে কাজ করি না। কে ভোট দিল না দিল তা দেখি না। দেশের সব জনগণের জন্যই আমাদের কাজ করতে হয়। আমরা সেভাবেই কাজ করে থাকি। আমি যা করি জনগণের জন্য করি, জনগণের কল্যাণে করি।  সকালে নিজ কার্যালয়ে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘এখানে অনেকে অন্য দলের লোকও আছেন। জনগণ আপনাদের স্বতস্ফূর্ত ভোট দিয়ে নির্বাচিত করেছে। মানুষের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে। শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন আপনাদের ওপর নির্ভর করে। আমাকে তিনশ সিট দেখতে হয়। আপনারা নিজ নিজ এলাকা দেখবেন। আপনার এলাকা নিয়ে পরিকল্পনা করবেন। মানুষের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। তিনি বলেন, ‘২০১৪ সালে জনগণ ভোট দিয়েছে, ১৮ সালে জনগণ ভোট দিয়েছে, তাদের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতায় এসেছি বলেই একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, স্থিতিশীলতা আছে। আর এ জন্যই আজকের বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গ্রামে গ্রামে আগে মানুষের যে হাহাকার ছিল তা কিন্তু এখন আর নেই। আমরা বলেছিলাম- প্রত্যেক গ্রাম শহর হবে, মানুষ নাগরিক সুবিধা ভোগ করবে। আমরা কিন্তু সেটা দিতে সক্ষম হয়েছি। তারপরেও আমাদের আরও উন্নতি করতে হবে, সেটা আপনাদের মনে রাখতে হবে জনপ্রতিনিধি হিসেবে। আমরা বলেছিলাম শতভাগ বিদ্যুৎ দেব। আমরা কিন্তু শতভাগ বিদ্যুৎ দিয়েছি। প্রতিটি ঘর আলোকিত করেছি। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বরিশালের আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।