আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আমিরের কাছে ৩০ সেকেন্ড সময় চাইলেন সানি!

আমিরের কাছে ৩০ সেকেন্ড সময় চাইলেন সানি!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৮:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


aamir-khanকাগজ অনলাইন ডেস্ক: সচারচর নিজের ইচ্ছের কথা তো জানান না তিনি। সানি লিওনের ইচ্ছে বলে কথা। এবার বলেই ফেললেন, বেশি নয় মাত্র ৩০ সেকেন্ড সময় চান বলিউড পারফেকশনিস্ট আমির খানের কাছ থেকে। তাতেই নাকি খুশি আলোচিত এই অভিনেত্রী। কিন্তু আমিরের কাছে ৩০ সেকেন্ড সময় কেন চাইলেন সানি? সম্প্রতি দিয়েছেন সেই প্রশ্নের জবাব।

সানির দাবি, তিনি আমিরের এতই ভক্ত যে মাত্র এটুকু সময়ই তার যথেষ্ট। তাই লাইট-ক্যামেরা-অ্যাকশনে আমিরের সঙ্গে যদি ৩০ সেকেন্ড সময়ও তিনি অভিনয়ের সুযোগ পান, তাহলে নিজেকে ধন্য মনে করবেন।

যদিও কয়েকদিন আগে শোনা যাচ্ছিল, একসঙ্গে পর্দা ভাগাভাগি করবেন আমির-সানি। এর আগে সাংবাদিক দ্বারা মিডিয়ায় হেনস্তা হওয়ায় সানির পাশে দাঁড়িয়েছিলেন আমির। একসঙ্গে কয়েক দফা লাঞ্চ করেছেন এই দুই তারকা। কিন্তু আমিরের সঙ্গে সিনেমা করার আগেই শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় আইটেম গানে অংশ নিয়েছেন সানি। কিন্তু তাতে তো শিল্পীর মন ভরে না। তাই মাত্র ৩০ সেকেন্ডের জন্য হলেও আমিরের সঙ্গে কাজ করতে চাইছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি।