আর্সেনাল ৫৫ জন কর্মী ছাঁটাই করছে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২০ , ২:২৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : প্রাণঘাতী ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে থমকে গেছে ক্রীড়াঙ্গন। আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের সব ক্রীড়া প্রতিষ্ঠান।
করোনার এই প্রভাবের কারণেই ৫৫ জন কর্মী ছাটাই করতে যাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ক্লাবটি তাদের ওয়েবসাইটে কর্মী ছাঁটাই বিষয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আগে কয়েক দফা কর্মীদের বেতন কেটেছিল আর্সেনাল ক্লাব কর্তৃপক্ষ। আর্সেনাল এফএ কাপ জিতেছে এক সপ্তাহও হয়নি। এর মধ্যেই এমন খবর প্রকাশ করল ক্লাব কর্তৃপক্ষ।
কোভিড-১৯ এর কারণে এর আগে কয়েক দফা কর্মীদের বেতন কেটেও ব্যয় কমাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। এবার তাই চূড়ান্তভাবে ৫৫ জন কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। মূলত করোনার প্রভাবে আর্থিক যে ক্ষতি হয়েছে বা এখনও হচ্ছে তা পুষিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আবার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার অবামেয়াংয়ের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। ফলে আয়ের তুলনায় ব্যয় বেড়েছে গানারদের। তাই দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ধরে রাখতে অন্য খাতে খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় আর্সেনাল।