আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আল নাসরের গোল উৎসবের ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক

আল নাসরের গোল উৎসবের ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৩ , ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদোর পর মানে যোগ দেওয়ায় অনেকেই শঙ্কায় ছিল তাদের জুটির রসায়ন তেমন জমবে না! কিন্তু শুক্রবার রাতে আল নাসর সৌদি প্রো লিগে যে দাপট দেখাল তাতে সব শঙ্কা দূর হয়ে গেল নিমিষেই। আল ফাতেহর বিপক্ষে গোল উৎসব করেছে আল নাসর। গুনেগুনে ৫ গোল করেছে তারা। যেখানে রোনালদো পেয়েছেন হ্যাটট্রিক। মানে করেছেন ২ গোল। ৫-০ গোলে জয় পাওয়ার ম্যাচ দিয়ে প্রো লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল তারা। রোনালদো হ্যাটট্রিক পেলেও গোলের খাতা খুলেন মানে। ২৭ মিনিটে রোনালদো ও মানের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় আল নাসর। বক্সের বাইরে থেকে দারুণভাবে বল এগিয়ে দেন রোনালদো। গোলরক্ষককে একা পেয়ে মানে বল জালে পাঠান সহজেই। রোনালদোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১০ মিনিট পর সুলতান আল ঘাননামের বাড়ানো বল লক্ষ্যভেদ করেন সিআর সেভেন। ২-০ গোলের লিড নিয়ে আল নাসর যায় বিরতিতে। ফিরে রোনালদোর পা ছুঁয়ে আসে দ্বিতীয় গোল। এবার ঘারিবের বাড়ানো বল রোনালদো লক্ষ্যভেদ করেন অতি সহজে। ৮১ মিনিটে মানে পেয়ে যান নিজের দ্বিতীয় গোল। ঘারিবের ক্রস ডানকোন দিয়ে হেডে বল জালে পাঠান মানে। রোনালদো ও মানের দুজনের তখন সুযোগ ছিল হ্যাটট্রিকের। কিন্তু ৮৬ মিনিটে মানে ওঠে যাওয়ায় রোনালদোর হ্যাটট্রিকের সম্ভাবনা বেড়ে যায়। পর্তুগিজ তারকা সুযোগ হাতছাড়া করেননি। ম্যাচের যোগ করা সময়ে বুশালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে নিজের ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক তুলে নেন রোনালদো। ম্যাচ জিতে লিগে পয়েন্টের খাতা খুলেছে আল নাসর। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।