আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড আলভেজ-জেসুসের জায়গা হয়নি ব্রাজিলের স্কোয়াডে

আলভেজ-জেসুসের জায়গা হয়নি ব্রাজিলের স্কোয়াডে


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২২ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


স্পোর্টস ডেস্ক : নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। তার আগে প্রীতি ম্যাচের মোড়কে প্রস্তুতি সেরে নিচ্ছে ব্রাজিল। চলতি মাসের শেষে দু’টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেলেসাওরা। ম্যাচ দু’টির জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। সেই দলে জায়গা হয়নি দানি আলভেজ ও গ্যাব্রিয়েল জেসুসের।
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমের ও রোমার ডিফেন্ডার ইবানেস। এছাড়া নিয়মিত ফুটবলাররা রয়েছেন তিতের দলে। নেইমার, থিয়াগো সিলভা, কাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র, আলিসন বেকারদের নিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে ব্রাজিল। ফ্রান্সের স্তাদিও ওশেনে আগামী ২৩শে সেপ্টেম্বর ঘানার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। চারদিন পর পিএসজির মাঠ পার্কে দেস প্রিন্সেসে তিউনিশিয়ার সঙ্গে লড়বে সেলেসাওরা। ঘানার বিপক্ষে সবশেষ ২০১১ সালে খেলেছে ব্রাজিল। সে ম্যাচে ১-০ গোলের জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৭৩ সালের ৬ই জুন তিউনিশিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলে ৪-১ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যান সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), দানিলো (জুভেন্টাস), ব্রেমের (জুভেন্টাস), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ইবানেস (রোমা), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানইউ), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানইউ), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)
ফরোয়ার্ড: অ্যান্তোনি (ম্যানইউ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ম্যাথিউজ কুনহা (অ্যাটলেটিকো), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্লামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিশন (টটেনহ্যাম) রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।