আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আল আমিন খানের সুর-সঙ্গীতে আবারও মনির খান

আল আমিন খানের সুর-সঙ্গীতে আবারও মনির খান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২০ , ১:৩৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : অঞ্জনা খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান। আবারও নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘ঝড়ে ঝড়ে সাধের পিরিত’। আনিস চৌধুরী’র কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হালের মেধাবী সঙ্গীত পরিচালক ও সুরকার আল আমিন খান। গানটি প্রকাশ হবে ‘রংধনু মিউজিক’ থেকে। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তরুণ নিমাতা বিশাল আহমেদ ফরহাদ। এমনটাই জানালেন আল আমিন খান।

বললেন, আমি বরাবরই চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে। এর আগেও মনির খান ভাইয়ের কয়েকটি গান করেছি। সেগুলোও বেশ সাড়া ফেলেছে। এবারের গানটিও বেশ যত্নসহকারে করার চেষ্টা করেছি। আশা করছি; সবার ভালো লাগবে। গানটি খুব শিগ্রই ‘রংধনু মিউজিক’ থেকে প্রকাশ হবে।