আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আশুলিয়ায় কারখানার ভেতর শ্রমিকের ঝুলন্ত লাশ

আশুলিয়ায় কারখানার ভেতর শ্রমিকের ঝুলন্ত লাশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১:১৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Suicideসাভার: সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে মমিনুল ইসলাম (২৮) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি কারখানার ১১ তলা ভবনের পঞ্চম তলার ফ্লোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত শ্রমিক মমিনুল ইসলাম গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার গিরাই পশিচম পাড়া গ্রামের সবুর হোসেনের ছেলে।

শ্রমিকরা জানায়, গতকাল কারখানায় কাজ শেষ করে সব শ্রমিকরা বাড়ি ফিরে যায়। আজ সকালে কারখানা চালু হলে শ্রমিকরা ফ্লোরে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শ্রমিকদের দাবি কারখানা ছুটির পরে নিরাপত্তাকর্মীরা কেউ ভেতরে আছে কি না তা চেক করেননি। এ ঘটনায় ওই কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।