আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আসছে মিলনের ‘তোমার মতো তুমি থাকো’

আসছে মিলনের ‘তোমার মতো তুমি থাকো’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২১ , ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : সম্প্রতি শেষ হয়েছে কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও তারান্নুম আফরিনের কণ্ঠে ‘তোমার মতো তুমি থাকো’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর শুটিং। উত্তরার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মোহন ইসলাম। ‘তোমার মতো তুমি থাকো’’ গানটির গল্প লিখেছেন এস.অর্ক।সিনেমেট্রগ্রাফি করেছেন বিকাশ শাহা। এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছের মিলন নিজেই তার সঙ্গে মডেলিং করেছের অনিন্দিতা মিমি। স্নাহাশিস ঘোষের কথায় গানটির সংগীতায়জন করেছেন মোহাম্মাদ রনি হোসাইন। এটি প্রযোজনা করেছেন কাউছার হোসেন।

এই বিষয়ে মিলন বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় সান প্রডাকশন হাউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। ভিডিওটি সবাই দেখবেন। গানটি সবাই শুনবেন, আশাকরি খুব ভালো লাগবে।নিজের সবটুকু দিয়ে ‘তোমার মতো তুমি থাকো’ কাজটি শেষ করেছি, মিমিও খুব সুন্দর অভিনয় করেছে। বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম। মিমি বলেন, মিলন ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে অনেক আনন্দিত আমি। মিউজিক ভিডিওটি খুব ভালো হয়েছে আশাকরি আপনাদের ভালো লাগবে।