আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আসছে মুহিন ও অবন্তী সিঁথির প্রথম দ্বৈত গান

আসছে মুহিন ও অবন্তী সিঁথির প্রথম দ্বৈত গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ৬:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   বাংলাদেশের ক্লোজআপ তারকা খ্যাত গায়ক মুহিন এখন সুরকার-সংগীত পরিচালক হিসেবেও বেশ ব্যাস্ত সময় পাড় করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের জী বাংলার সারেগামাপা অনুষ্ঠানে সাড়া ফেলা গায়িকা অবন্তী সিঁথি এখন মৌলিক গান করে যাচ্ছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় এবারই প্রথম দ্বৈত গানে কন্ঠ দিলেন মুহিন ও অবন্তী। ‘তুমি কাছে এসে’ শিরোনামে মুহিন-অবন্তীর এই প্রথম দ্বৈত গান জুলাইয়ের শেষদিকে প্রকাশ পাবে ‘আইচ সং’ থেকে। রাজুব ভৌমিকের লেখা, অনুরূপ আইচের সুরে এই গানের সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। ‘তুমি কাছে এসে’ গান নিয়ে মুহিন জানান, অবন্তীর সাথে প্রথম ডুয়েট গান হিসেবে বলবো, অসাধারণ কাজ হয়েছে। লেখা, সুর ও সংগীত পরিচালনার বেশ সুন্দর সমন্বয় হয়েছে। আমারও চেষ্টা করেছি, মনের মাধুরি মিশিয়ে গাইতে। অন্যদিকে অবন্তী সিঁথি বলেন, মুহিনের সাথে প্রথম ডুয়েট গান গাওয়ার সুযোগ করে দেয়ায় অনুরূপ আইচ দাদাকে অনেক ধন্যবাদ জানাই। আমার ইচ্ছে ছিল দাদার সাথে গান করার। সেই ইচ্ছে পূরণ হলো।