আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ আড়ানী পৌর মেয়র মুক্তার সাময়িক বহিষ্কার

আড়ানী পৌর মেয়র মুক্তার সাময়িক বহিষ্কার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২১ , ১২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাঘা (রাজশাহী) সংবাদদাতা : অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সোমবার এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
গত ৯ জুলাই পাবনার ঈশ্বরদী থানার পাকশী এলাকা থেকে আড়ানী পৌর মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেন পুলিশ। এ ঘটনার দুইদিন আগে আড়ানী পৌর এলাকার বাসিন্দা ও পল্লী চিকিৎসক মনোয়ার হোসেন মজনুকে (৫০) তার বাড়িতে গিয়ে মারপিট করে মেয়র মুক্তার আলী ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে তার ঘরের আলমারির ড্রয়ার থেকে ৯৪ লাখ ৯৮ হাজার টাকা একটি বিদেশি পিস্তল, একটি সাটার গান, দুটি বন্দুক, ৪৩ রাউন্ড তাজা গুলি এবং সাত পুরিয়া হেরোইন, ১০ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সব অভিযোগে মেয়র মুক্তার আলীকে সাময়িক বহিষ্কার করা হয়।