আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আড়ালে অমৃতা

আড়ালে অমৃতা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২১ , ২:৫৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : চলচ্চিত্রে সম্ভাবনার জানান দিয়েই যাত্রা শুরু হয়েছিলো চলতি প্রজন্মের চিত্রনায়িকা অমৃতা খানের। নিরবের হাত ধরে ‘গেইম’- চলচ্চিত্র দিয়ে তার শুরু। তবে কোনো ছবি মুক্তির আগেই নানা ঘটনা তাকে আলোচনায় নিয়ে আসে। নিরবের সঙ্গে তার সম্পর্ক নিয়েও সে সময় চর্চা ছিল। তবে অমৃতা সব থেকে বেশি আলোচিত হন ২০১৩ সালে চলচ্চিত্র নির্মাতা পি এ কাজল কর্তৃক তাকে দেয়া অশ্লীল প্রস্তাব এবং এ সম্পর্কিত কথোপকথন মিডিয়ায় প্রকাশ করে। অমৃতার করা এ অভিযোগে পি এ কাজলের সদস্য পদ স্থগিত করে পরিচালক সমিতি। এদিকে প্রায় বছর খানেক হলো একেবারেই আড়ালে রয়েছেন অমৃতা। করোনা পরিস্থিতির প্রথম দিকে তিনি বলেছিলেন, সিনেমা তাকে আর টানছে না। তিনি পড়াশোনা ও ব্যবসায় মনোযোগী হতে চান।
আর তার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ শোবিজ অঙ্গন থেকে বিচ্ছিন্ন রয়েছেন এ নায়িকা। করোনার প্রথমে বাসাতেই থেকেছেন অমৃতা। বাসায় বসে কয়েকটি লাইভেও সে সময় অংশ নিয়েছেন। এদিকে গত বছরের জুন নাগাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়াশোনা করছিলেন অমৃতা। তার জন্য অনলাইন ক্লাসেও অংশ নিচ্ছিলেন। অমৃত সে সময় বলেন, আমি পড়াশোনার পাশাপাশি সামনে ব্যবসায় মন দেবো। কারণ মিডিয়ার ওপর নির্ভর আমি আগেও ছিলাম না, এখনো নেই। সামনেও থাকতে চাই না। আর যে অবস্থা তৈরি হয়েছে তাতে আমার মনে হয় চলচ্চিত্রের অবস্থা সহসাই ঠিক হচ্ছে না। হলেও অনেক সময় লাগবে। করোনা পরিস্থিতিই কবে নাগাদ ঠিক হয় তারও ঠিক নেই। তাছাড়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আমরা একটু সমস্যার মধ্যেই আছি। এফডিসি’র পরিচালকরা আপডেট হচ্ছেন খুব কম। তাছাড়া নাটকের পরিচালকরা ছবি নির্মাণ করলেও তারা নাটকের শিল্পীদেরই নিচ্ছেন। সেদিক থেকে আমরা যারা চলচ্চিত্রে কাজ করতে এসেছি, তারা যেমন গল্প, চরিত্র ও আধুনিক সিনেমায় কাজ করতে এসেছি তারা সেটা পারছি না। এটা বড় একটি সমস্যা। তারপরও পরিস্থিতি ঠিক হলে হয়তো কাজ করলেও করতে পারি। কিন্তু তারপর থেকেই ফেসবুক থেকে বিদায় নেন অমৃতা। শোবিজে তার ঘনিষ্ঠজনরাও অমৃতার খোঁজ জানেন না। কারণ তিনি কারও সঙ্গেই যোগাযোগ করছেন না। এমনকি মাসের পর মাস তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সবমিলিয়ে আড়ালে থেকে এক ধরনের রহস্যই তৈরি করেছেন অমৃতা।