আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা ইউএইতে আজমান সাইবার দলের শোক সভা

ইউএইতে আজমান সাইবার দলের শোক সভা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১২:১৬ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


IMGঅনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল আজমান শাখার উদ্যোগে নগরীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আজমান বিএনপির সভাপতি মোহাম্মদ শাহনুর শাহীন।

আজমান সাইবার ইউজার দলের সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন ইউএই সাইবার ইউজার দলের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক আবদুল আলীম সাইফুল। বিশেষ অতিথি ছিলেন আজমান বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।

আজমান সাইবার ইউজার দলের সাধারণ সম্পাদক আলাউদ্দীন নিলয় ও সহ সভাপতি এস আলম আরিফ জাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আজমান বিএনপির যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, ওবাইদুল হক রোকন, সাজ্জাদুর রহমান টিটু, মোহাম্মদ মোস্তফা, আবুল কাশেম, মোহাম্মদ হোসেন, বিপ্লব মীর, নজরুল ইসলাম, শফিকুর রহমান প্রমুখ।