আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ৭

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ৭


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ১২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে এক ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এ ছাড়া রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটির আগে আরও দুইজন নিহত হয়েছেন। ইউক্রেনের ঝাপোরিজজিয়া অঞ্চলের মেয়র ইউরি মালাশকো বলেন, অরিখিভ নামে ছোট শহরে এক স্কুলে ত্রাণ বিতরণের কাজ করা হতো। সেখানে গত রোববার হামলা চালিয়ে রাশিয়া। মালাশকো রাশিয়ার এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, তারা একটি মানবিক ত্রাণ সরবরাহের কেন্দ্রে হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত তিন নারীর বয়স ৪৩, ৪৫, ৪৭ বছর এবং আরেক পুরুষের বয়স ৪৭ বছর। দেশটির জরুরি পরিষেবা জানায়, এরপরেই নিহতের সংখ্যা বেড়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা পরবর্তীতে গতকাল সোমবার বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানায়, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে তিনজনকে উদ্ধার করে। তাদের মধ্যে প্রাণের কোনো চিহ্ন ছিল না। এরপরেই নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।