আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইউক্রেনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার নিন্দা

ইউক্রেনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার নিন্দা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২২ , ৪:৫৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। তারা বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশ এলাকায় সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন। শুক্রবার বিবিসির খবরে বলা হয়, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সামরিক তৎপরতা বন্ধের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এ ঘটনা শুধু ইউরোপ এবং ইউক্রেনের জন্য নয়, এটি পুরো বিশ্বের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, এ ধরণের ঘটনা পুরো ইউরোপকে ঝুঁকির মুখে ফেলতে পারে। ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উপর রাশিয়ার হামলা গুরুতর একটি বিষয়।

আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সাথে নেয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী বলেছেন, এটা বিশ্বাস করা খুব কঠিন যে রাশিয়ার সেনারা এ কাজ ইচ্ছাকৃত করেনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়ঙ্কর’ হিসেবে বর্ণনা করেছেন।

টুইটারে এক বার্তায় ট্রুডো জানান, বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাথে তার কথা হয়েছে। এরইমধ্যে জানা গেছে, রুশ বাহিনী ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নিয়েছে। ওই অঞ্চল থেকে ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। এর আগে রাশিয়ার বোমা হামলায় বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায়। পরে সে আগুন নেভানো হয়।

জেপোরোজিয়া পরমাণু বিদুৎ কেন্দ্রটি ১৯৮৪ সালে ১৯৯৫ সালের মধ্যে নির্মাণ করা হয়; অর্থাৎ এটি তৈরি করতে ১১ বছর সময় লেগেছিল। এ বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি রিয়েক্টর থেকে ৫ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর মাধ্যমে প্রায় ৪০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায়।

স্বাভাবিক সময়ে জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউক্রেনের মোট বিদ্যুৎ উৎপাদনের পাঁচভাগের এক ভাগ আসে। রাজধানী কিয়েভ থেকে এ বিদ্যুৎ কেন্দ্র ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।