ইউক্রেনে বন্যা, নিহত ৩
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২০ , ২:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে প্রতিবেদক : ইউক্রেনে পশ্চিমাঞ্চলে টানা প্রবল বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সোমবার পশ্চিমাঞ্চলে শুরু হওয়া টানা প্রবল বর্ষণে এ বন্যা সৃষ্টি হয়। ১৮৭টি গ্রামের ৫ হাজার বাড়ি তলিয়ে গেছে। এত ৩ জনের মৃত্যুসহ বাস্তুচ্যুত ৮০০ পরিবার।
প্রধানমন্ত্রী দেনিস সিমগ্যালের সঙ্গে দুর্গত এলাকা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ বলেন, পাঁচটি এলাকায় মারাত্মক ক্ষতি হয়েছে। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে ইভানো-ফ্রানকিভস অঞ্চলে। অনেকেই সম্পদ রক্ষার চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রী বলেন, দুর্গত এলাকার কোভিড রোগীদের হালিচ শহরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। উদ্ধার কাজে চারটি হেলিকপ্টার ও ১৫০ সেনা পাঠানো হয়েছে।