আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইউক্রেনে রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০

ইউক্রেনে রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২২ , ৫:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন শতাধিক। শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের রেলস্টেশনগুলোর মধ্যে অন্যতম প্রধান এই ক্রামাতরস্ক। ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে এর অবস্থান। দোনেতস্কের গভর্নর বলেন, হামলার সময় রেলস্টেশনে হাজার হাজার মানুষ অবস্থান করছিলেন। তারা অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছিলেন।

ইউক্রেনের রেল বিভাগের প্রধান বলেন, অন্তত দুটি রকেট এসে রেলস্টেশনে আঘাত হানে।