ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা, ক্ষেপণাস্ত্রের আঘাত
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২২ , ৩:৫২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বিবিসির প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়, ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। বড় বড় শহরগুলোতে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। আল জাজিরা জানায়, ইউক্রেনের প্রধান প্রধান শহর কিয়েভ, খারকিভ, ওডিসা, মারিওপল ও ক্রামাতরস্কে এসব হামলা হয়েছে। এ প্রেক্ষাপটে ইউক্রেনের রাজধানী কিয়েভে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। শহরটি ছেড়ে অন্যত্র পালাতে শুরু করেছেন এর লাখ লাখ বাসিন্দা। এর আগে বুধবার দিনের শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন।
বিবিসির খবরে বলা হয়, এ ঘোষণার কিছুক্ষণ পরই ইউক্রেনে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ছবিতে দেখা গেছে, শহরটির প্রধান প্রধান সড়কে গাড়ির দীর্ঘ সারি। এ গাড়িগুলো শহরের বাইরের দিকে যাওয়া পথে চলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারি থেকে জানা যায়, শুধু কিয়েভ নয়, পুরো ইউক্রেন জুড়েই ছড়িয়ে পড়েছে যুদ্ধের আতঙ্ক।
কিয়েভের অনেক বাসিন্দা ইতোমধ্যে বোমা-আশ্রয়কেন্দ্রে আত্মগোপন করেছেন। অনেকে ভবনের বেসমেন্টে আশ্রয় নিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে লোকজনকে সড়কে প্রার্থনা করতে দেখা গেছে।
কিয়েভ থেকে ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকার সংবাদদাতা লিউক হার্ডিং টুইটারে বলেন, রাস্তায় লোকজনের উপস্থিতি একেবারেই কম। লোকজন অর্থ সংগ্রহ করতে ব্যাংকের এটিএম বুথের সামনে জড়ো হচ্ছেন।