ইউরো চলাকালে মদ নিষিদ্ধ ফ্রান্সের
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড
অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর যেসব শহরে ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেখানে মদ বিক্রি নিষিদ্ধ করেছে ফরাসি সরকার।
সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফ্রান্সের মারসেইলে শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত দফায় দফায় রাশিয়া ও ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হয় ৩০ জন। হামলার আগে অধিকাংশ সমর্থকই মাতাল ছিলেন।
হামলা চালাকালে তারা পরস্পরের দিকে বিয়ারের ক্যানও ছুড়ে মেরেছিল।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজিনিভ্যু বলেছেন, ‘ খেলা শুরুর আগের দিন, খেলার দিন ও যেদিন সমর্থকদের জন্য তাদের প্রবেশ এলাকা খুলে দেওয়া হয় সেদিন সংশ্লিষ্ট এলাকায় মদ বিক্রি, পান ও পরিবহণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি।’
যেসব দোকানে মদ বিক্রি করা হয় সেগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।