আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ইউরোর দল পরিচিতি : জার্মানি

ইউরোর দল পরিচিতি : জার্মানি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১০:১৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Euroকাগজ অনলাইন ডেস্ক: ১০ জুন পর্দা উঠবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তথা ইউরো-২০১৬ এর। ইউরোর ১৫তম আসরের আয়োজক ইউরোপের অন্যতম সমৃদ্ধশালী দেশ ফ্রান্স। অবশ্য তারা দুই-দুইবারের চ্যাম্পিয়নও।

১৯৯৬ সাল থেকে ইউরোতে ১৬টি করে দল অংশ নিলেও এবারই প্রথম খেলতে যাচ্ছে ২৪টি দল। তাদেরকে ৬টি গ্রুপে বিভক্ত করে অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বিতা।

ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে সেরা ২৪টি দেশ। তার আগে রাইজিংবিডির পাঠকদের জন্য ইউরো ২০১৬ তে অংশ নেওয়ার দলগুলোর পরিচিতি পর্ব তুলে ধরা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকের আলোচ্য দল জার্মানি। ইউরোপের এই দলটির আদ্যোপান্ত রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হল :

যেভাবে ইউরো ২০১৬ এর চূড়ান্তপর্বে জার্মানি :
শেষ পর্যন্ত ইউরো ২০১৬ বাছাই পর্বে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্ব নিশ্চিত করলেও নিজেদের নামের প্রতি পুরোপুরি সুবিচার করতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ১০ ম্যাচে ৭ জয়ের বিপরীতে হার ২ টিতে আর ১ টি ড্র। তুলনামূলক শক্তিশালী উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই লেগ মিলিয়ে জার্মানির জয় নেই একটিতেও। একটি ড্র ও আরেকটি হার। গ্রুপের আরেক শক্তিশালী দল পোল্যান্ডের বিপক্ষেও জার্মানি হেরেছে এক ম্যাচ। এ নিয়ে টানা দ্বাদশ বারের মত ইউরো মূলপর্বে জায়গা করে নিল তারা।

ইউরোতে জার্মানির অতীত পারফরম্যান্স :
এর আগে চৌদ্দ ইউরো আসরের এগারোটিতে অংশ নিয়ে তিনবার চ্যাম্পিয়ন এবং তিনবার রানার্স আপ হয়ে প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দল জার্মানি। ১৯৭২, ১৯৮০ এবং ১৯৯৬ ইউরো চ্যাম্পিয়ন জার্মানি রানার্স আপ হয় ১৯৭৬, ১৯৯২ এবং ২০০৮ আসরে। তবে কখনোই বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ না পড়া জার্মানির ইউরোতে এই তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে ইতিমধ্যেই তিনবার। ১৯৮৪, ২০০০ এবং ২০০৪ আসরে গ্রুপপর্বে যথাক্রমে তৃতীয়, তৃতীয় এবং চতুর্থ হয়ে প্রতিযোগিতা শেষ করে তারা।

জার্মানির শক্তিশালী দিক :
ম্যানুয়েল নয়্যার, বোয়েটেং, ক্রুস, মুলার, ওজিল সহ তারকায় ঠাসা জার্মান দলের সামর্থ্য নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। কোচ জোয়াকিম লো এর বল দখলে রেখে ছোট ছোট পাসে ক্ষীপ্র গতির আক্রমণাত্মক খেলার কৌশলে এরই মধ্যে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে তারা। তর্কযোগ্যভাবে এবারের ইউরোর সেরা স্কোয়াডটি নিয়ে তাই আবারো ইউরোর জয়মাল্য পরার অপেক্ষায় জার্মানি।

জার্মানির দুর্বল দিক :
গত বিশ্বকাপের পর দল থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিনের বিশ্বস্ত দুই সেনানী ফিলিপ লাম ও মিরোস্লাভ ক্লোসা। তাছাড়া ইনজুরির কারণে এবার দলে নেই অভিজ্ঞ ইলকায় গুন্ডোগান, মার্কো রয়েসের মত তারকারা। দলে থাকলেও ইনজুরির সাথে লড়াই করছেন বাস্তিয়ান শোয়েনস্টেইগার। আর তাই অনেকটা অনভিজ্ঞ এবং অপরীক্ষিত মধ্যমাঠ এবং ফুলব্যাক কম্বিনেশন নিয়ে এবার খেলতে হচ্ছে জার্মানিকে।

জার্মানির বাজির ঘোড়া:
গোলবার আগলে রেখে দুর্দান্ত সব সেইভ, রিফ্লেক্স, আবার কখনো ডি বক্স ছেড়ে বেরিয়ে এসে অনেকটা প্রথাগত ডিফেন্ডার এর ভূমিকা, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন বলা হচ্ছে জার্মান সুপারম্যান ম্যানুয়েল নয়্যার এর কথা। গোলকিপিংয়ে নিজের অবস্থানে বিপ্লব ঘটিয়ে দেওয়া নয়্যারকে বলা হয় ‘সুইপার কিপার’। রসিকতা করে একবার নয়্যারও জার্মান কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এর সাথে মিলিয়ে নিজেকে বলেছিলেন- ‘নয়্যারবাওয়ার’। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে তার অতিমানবীয় সব সেইভেই বিশ্বকাপ পকেটে পুরেছে জার্মানি। অলিভার কানের যোগ্য উত্তরসুরী নয়্যারই তাই এবারের জার্মান দলের সবচেয়ে বড় তারকা

এক নজরে ইউরোতে জার্মানি :
এর আগে ইউরোতে খেলেছে : ১১ বার
শিরোপা : ৩ বার
বর্তমান ফিফা র‌্যাঙ্কিং : ৫
বর্তমান কোচ : জোয়াকিম লো
ইউরো ২০১৬ তে গ্রুপ : ‘সি’
ইউরো ২০১৬ গ্রুপ পর্বের প্রতিপক্ষ : পোল্যান্ড, ইউক্রেন ও উত্তর আয়ারল্যান্ড
ইউরোতে সেরা পারফরম্যান্স : ১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ সালে শিরোপা
সাবেক তারকা ফুটবলার : ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, লোথার ম্যাথাউস, মিরোস্লাভ ক্লোসা।