আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা ইতালি প্রবাসীদের মিলনমেলা

ইতালি প্রবাসীদের মিলনমেলা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২১ , ১:৫৮ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :  মহামারি করোনার কারণে ইতালিতে দীর্ঘদিন ধরে প্রবাসীদের সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। ইতিমধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় ইতালি থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আর খোলা আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন ইতালির বাসিন্দারা। বিধিনিষেধ না থাকায় দীর্ঘদিন পর ইতালির ভেসেনজা অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে মিলিত হন। শনিবার (১৭ জুলাই) দিনব্যাপী স্থানীয় খোলা মাঠে প্রবাসীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসীরা বলছিলেন, মহামারি করোনায় ইতালিতে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। এই ভাইরাসের আক্রমণে অনেক বাংলাদেশি মারাও গেছে। তবে দেশটির পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে, প্রাণ ফিরেছে ইতালিতে।

প্রাণে প্রাণ মেলানোর এই মিলনমেলা আয়োজনে উদ্যোক্তা হিসেবে ছিলেন, ফেরদৌস আরা, লায়লা আক্তার রুমি। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন নুসরাত জাহান এ্যানি, আয়েশা আক্তার, আফ্রিন সুলতান সুখি, নাসরিন আক্তার, জ্যোতি প্রমুখ।