আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ইথিওপিয়া সেনা ক্যাম্পে আল-শাবাবের হামলা

ইথিওপিয়া সেনা ক্যাম্পে আল-শাবাবের হামলা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


somaliaঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকান ইউনিয়ন মিশনের (এএমআইএসওএম) আওতায় সোমালিয়ায় কর্মরত ইথিওপিয়া সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাব। এর আগে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তবে হামলার ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

বৃহস্পতিবার (০৯ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৩০০ কিলোমিটার দূরের শহর হালগানে অবস্থিত ওই সেনা ক্যাম্পটিতে এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ওই সেনা ক্যাম্পের প্রবেশমুখে বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা গেছে। বিস্ফোরণের পর প্রায় একঘণ্টা ধরে ওই এলাকায় গুলির আওয়াজ শোনা যাচ্ছে।

এদিকে হামলায় ঘটনায় এএমআইএসওএম এর পক্ষ থেকে প্রাথমিক কোনো বক্তব্য জানা যায়নি।

এর আগে জানুয়ারি মাসে কেনিয়ার সেনা ক্যাম্পে জঙ্গি সংগঠনটির হামলায় অনন্ত ১০০ জন নিহত হয়েছিলেন।